Refund Policy


Last Updated: 20 October 2024


At MaxRePro, we strive to provide transparent and reliable investment services to our users. Please read our Refund Policy carefully, as it outlines our policy regarding refunds on investment packages.


1. No Refunds on Investment Packages
  • MaxRePro offers several investment packages, including MRP Stay, MRP Advance, MRP Expert, MRP Pro, and MRP Max.
  • Once an investment package is purchased, the transaction is final, and no refund will be issued under any circumstances.
  • This policy applies to all users and is essential to maintain the integrity of our platform.


2. Understanding the Investment Commitment
  • By purchasing an investment package, you acknowledge and agree that you understand the commitment and accept the terms of this policy.
  • We encourage all users to carefully consider their investment decisions and consult with financial advisors if needed before purchasing any package.


3. Exceptions
  • MaxRepro does not apply any exceptions to this non-refund policy. No refund will be given even if the investment is canceled before the maturity of the investment or at the initiative of the user. However, if Maxrepro is unable to pay dividends for consecutive 3 months, then after 3 months, the withdrawal amount minus the principal investment will be paid to the customer through a bank check with a minimum maturity of 3 to 1 year.

ম্যাক্সরিপ্রোতে, আমরা আমাদের ব্যবহারকারীদের স্বচ্ছ এবং নির্ভরযোগ্য বিনিয়োগ পরিষেবা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের রিফান্ড নীতি সম্পর্কে বিস্তারিতভাবে পড়ুন, কারণ এটি বিনিয়োগ প্যাকেজের ক্ষেত্রে রিফান্ড সম্পর্কিত আমাদের নীতি তুলে ধরে।


১. বিনিয়োগ প্যাকেজ রিফান্ড

  • ম্যাক্সরিপ্রো MRP Stay, MRP Advance, MRP Expert, MRP Pro এবং MRP Max সহ বিভিন্ন বিনিয়োগ প্যাকেজ অফার করে।
  • একবার বিনিয়োগ প্যাকেজ কেনার পর, লেনদেন চূড়ান্ত বলে বিবেচিত হয় এবং কোনো অবস্থাতেই রিফান্ড গ্রহণযোগ্য নয়।
  • এই নীতি সকল ব্যবহারকারীর জন্য প্রযোজ্য এবং আমাদের প্ল্যাটফর্মের অখণ্ডতা রক্ষার জন্য অপরিহার্য।


২. বিনিয়োগের প্রতিশ্রুতি বোঝা

  • একটি বিনিয়োগ প্যাকেজ কেনার মাধ্যমে আপনি এই প্রতিশ্রুতি এবং নীতির শর্তাবলী বোঝেন এবং সম্মতি জানাচ্ছেন।
  • আমরা সকল ব্যবহারকারীকে তাদের বিনিয়োগ সিদ্ধান্তগুলি সাবধানে বিবেচনা করতে এবং প্রয়োজন হলে প্যাকেজ কেনার আগে আর্থিক পরামর্শ নেওয়ার জন্য উৎসাহিত করি।


৩. ব্যতিক্রম

  • ম্যাক্সরিপ্রো এই নন-রিফান্ড নীতিতে কোনো ব্যতিক্রম প্রয়োগ করে না। এমনকি বিনিয়োগের মেয়াদপূর্তির পূর্বেই বা ব্যবহারকারীর উদ্যোগে বিনিয়োগ বাতিল হলেও রিফান্ড প্রদান করা হবে না। তবে, পর পর ৩ মাস যদি ম্যাক্সরিপ্রো লভ্যাংশ দিতে অসমর্থ হয়, তাহলে ৩ মাস পরবর্তীকালে গ্রাহক যে পরিমাণ অর্থ উত্তোলন নিয়েছে তার সাথে মুল বিনিয়োগ বিয়োগ করে যে টাকা থাকবে, সেই টাকা গ্রাহক কে মিনিমাম ৩ থেকে ১ বছর মেয়াদি ব্যাংক চেক এর মাধ্যমে পরিশোধ করিবে।

By purchasing any of MaxRePro's investment packages, you agree to this Refund Policy. Thank you for choosing MaxRePro for your financial and investment needs.


We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience. learn more

Allow